মাহবুবুর রহমান: বন্ধুর পাশে বন্ধুরা। ঠিক এমনই একটি সংগঠন ঠিকানা ২০০১ । সংগঠনটি নিজের বন্ধুত্ব ও সৌহার্দ্যকে পুঁজি করে এক বন্ধু অন্য বন্ধুর পাশে দাঁড়ায়। যখন শুনতে পেলো তাদের প্রিয় বন্ধু ছিদ্দিক অসুস্থ্য। তখন তার পাশে দাঁড়ালো ঠিকানা -২০০১ ব্যাচের সকল বন্ধুরা। সে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চরঝাকালিয়া গ্রামের দৈনিক বর্তমান পত্রিকা এবং বহুল আলোচিত জনপ্রিয় অনলাইন পত্রিকা সিএনআই এর কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি। ৭ অক্টোবর বুধবার সকালে সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিকের বাড়িতে গিয়ে ঠিকানা-২০০১ এর ব্যাচের সদস্যদের উপস্থিত হয়ে অর্থ সহায়তা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন ঠিকানা-২০০১ এর ব্যাচের সভাপতি জি এস কে রাসেল,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আজহারুল ইসলাম আরজু, আজহারুল হক টিটু, আবুল কাশেম, আব্দুল্লাহ আল মাশরুর শাহান, তমাল কিশোর সহ অন্যান্য সদস্যরা।
জানা যায়,দীর্ঘদিন ধরে সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক পেটের সমস্যা ও ডায়াবেটিস রোগে ভোগছেন। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। ঠিক সে মহুর্তে পাশে এসে দাড়াঁলো ঠিকানা-২০০১ ব্যাচের সকল বন্ধুরা। তারা ছিদ্দিকের চিকিৎসার খরচ ও পরিবারের খরচ যা যা লাগে তা বহন করে এবং ১ম ধাপে ত্রিশ হাজার ও ২য় ধাপে আটষট্টি হাজার টাকাসহ মোট আটানব্বই হাজার টাকা নগদ আর্থিক সহায়তা করেন। তারা আরো প্রতিশ্রুতি দেন সে সুস্থ্য হলে পরবর্তীতে তার জন্যে আরো কিছু করবেন।
সাংবাদিক ছিদ্দিক বলেন,ঠিকানা-২০০১ এর ব্যাচে যে সকল বন্ধুরা দেশে এবং বিদেশে আছেন তারা আমার জন্য যা করেছে তা নজিরবিহীন। আমি তাদের উপকারের কথা কোনদিন ভূলবো না। আমি ঠিকানা-২০০১ ব্যাচের সকল বন্ধুদের কাছে চিরকৃতজ্ঞ। আমি প্রত্যাশা করি, বন্ধুরা যেন সব সময় মানব সেবায় নিয়োজিত থাকতে পারে এবং তারা যেন সব সময় মানুষের পাশে দাঁড়াতে পারে। ঠিকানা-২০০১ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমরা বন্ধু মিয়া মোহাম্মদ ছিদ্দিকের জন্য সকল বন্ধুদের প্রচেষ্ঠায় কিছু একটা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা তার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। যারা সমাজের বিত্তবান ব্যক্তিরা আছেন আপনারা ও আর্থিক সহযোগিতার হাত বাড়ান ও তার পাশে দাঁড়ান এই আহবান রইল সকলের কাছে।