সারা বিশ্বে একটি আতংকের নাম করোনা ভাইরাস। ভাইরাসটি ইতিমধ্যে কেরে নিয়েছে লক্ষাধিক প্রাণ। বাংলাদেশেও থেমে নেয় এর ভয়াবহ থাবা। করোনা প্রতিরোধের অন্যতম উপায় সামাজিক দূরুত্ব।
কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনা ভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ জনগণ।
কটিয়াদী উপজেলাসহ সকল ইউনিয়নের কাঁচা বাজার গুলোতে মানুষ তাদের নিত্যপণ্য কিনতে সামাজিক দূরত্ব মানছেনা। তাতে করে সরকারি বিধি নিষেধ যথাযথ প্রয়োগ হচ্ছেনা। সেইসাথে করোনা ভাইরাসের বিস্তার এলাকায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারনে কাঁচা বাজারগুলো ফাঁকা মাঠে স্থানান্তর করা প্রয়োজন।
বিশেষ করে কটিয়াদী পৌর সদরের কাঁচা বাজারকে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ অথবা সরকারি কলেজ খেলার মাঠে ও প্রতিটি ইউনিয়নের কাঁচা বাজারকে ফাঁকা জায়গায় সাময়িক ভাবে স্থানান্তর করলে করোনা ভাইরাস রোধে সামাজিক দূরুত্ব নিশ্চিত করা যাবে।
এই ব্যাপারে কটিয়াদী প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।
মাহবুবুর রহমান
কটিয়াদী,কিশোরগঞ্জ।