নিজস্ব প্রতিবেদক: কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে কটিয়াদী উপজেলার বোরো জমির ধান সাদা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজ বুধবার (০৭ এপ্রিল) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত বোরো জমি পরিদর্শন করে গেছেন।
সেসময় কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম কটিয়াদী উপজেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ারও আশ্বাস দেন তিনি।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ ও ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ধান) বশির আহম্মেদ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. বশির আহমেদ সরকার, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মো.মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, উপজেলা কৃষি অফিসার মুখসেদুল হক প্রমুখ।