মাহবুবুর রহমান: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদরে টিভিএস মটরসাইকেল শোরুমের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
১১ অক্টোবর (রোববার) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূর মোহাম্মদ বলেন- একটি প্রতিষ্ঠানে সর্বপ্রথম ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে হবে। তাহলেই ব্যবসার গতি বৃদ্ধি পাবে। বিশেষ করে এটা যেহেতু মটরসাইকেল শোরুম তাই ক্রেতাকে সহযোগিতা করতে হবে সবার আগে।
শফিকুল ইসলাম তাহের এর সঞ্চালনায় টিভিএস শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী পৌরসভার মেয়র মো: শওকত উসমান (শুক্কুর আলী), টিভিএস কোম্পানির মায়মনসিংহ জোন ম্যানেজার সাব্বির হোসেন।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, কটিয়াদী বাজার বণিক সমিতির আহবায়ক মো: গোলাম মস্তোফা, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মজনু , মেয়র পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম রফিক, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, বর্ণালী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কাজী মোঃ ফজলুর রহমান।
কটিয়াদী টিভিএস শোরুমের স্বত্তাধিকারী মোঃ নুরুজ্জামান মামুন বলেন- কটিয়াদী টিভিএস শোরুমটি আপনাদেরই প্রতিষ্ঠান। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।