নিজস্ব প্রতিবেদক: কটিয়াদীতে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“যদিও মানছি দূরত্ব তবু আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যে ১২ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ মোঃ উসমান গণি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, সমাজস সেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্বা, শিক্ষক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব বৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।