নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিববর্ষের অঙ্গিকার,বীমা হোক সবার” এই প্রতিপাদ্যে ১ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার,কটিয়াদী সরকারী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, কটিয়াদী রিপোটার্স ইউনিটের সভাপতি ও দৈনিক যুগান্তরের কটিয়াদী প্রতিনিধি ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষক জয়নাল আবেদীন মানিক, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজার আব্দুল মান্নান স্বপন।