নিজস্ব প্রতিবেদক: কটিয়াদী তে বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসউদ্দিন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সোমবার আসর বাদ উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে উনার নিজ বাড়িতে জানাজা সম্পন্ন হয়। জানাজার আগে গার্ড অব অনার প্রদান করেন কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ আশরাফুল আলম। কিশোরগঞ্জ জেলা ও কটিয়াদী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে। গার্ড অব অনার প্রদান করার সময় মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণে সহকারী কমিশনার ভূমি মোঃআশরাফুল আলম স্বাধীনতা যুদ্ধে মৃত বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়াও তিনি উপজলা প্রশাসনের পক্ষ থেকে মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার কে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিবার কে তাৎক্ষণিক ৫০০০ (পাঁচ হাজার) টাকা নগদ প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম। জানাজায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।