মনিরুজ্জামান ভূইঁয়া: কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী প্রবাহ সংসদ স্পোটিং ক্লাবের উদ্যোগে কিশোরদের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ৫ আগস্ট (বুধবার) বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মিঠুনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সরকারি কলেজের সাবেক জিএস, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান বাচ্চু, ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বিশিস্ট সমাজ সেবক ও কটিয়াদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণালী প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মোজাম্মেল হক।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাগরাইট স্পোটিং ক্লাবকে হারিয়ে বীরনোয়াকান্দী কোনাপাড়া স্পোটিং ক্লাব জয় লাভ করে। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান বাচ্চু বলেন, আজকের তরুণারাই আগামীর বাংলাদেশ। পড়াশুনার পাশাপাশি নিজেকে বিকশিত করতে খেলাধূলার বিকল্প নেই।
বাগরাইট ও বীরনোয়াকান্দী কোনাপাড়া স্পোটিং ক্লাবের ফাইনাল দ্বৈরতটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ বাবু ননি গোপাল দাস। আয়োজককের পক্ষে তরুণ উদিয়মান খেলোয়াড় এসএস সজিব বলেন মহামারী করোনার মাঝেও খেলাটি স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে পেরে সংশ্লিস্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের এমন ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।