নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কোভিড-১৯ এর টিকার রেজিষ্ট্রেশন এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগ গ্রহণ করেছে।
২৮ ফেব্রুয়ারি (রবিবার) কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার আচমিতা, বানিয়াগ্রাম, মধ্যপাড়া সান্ধ্য কালীন বাজারে ভ্রাম্যমাণ রেজিষ্ট্রেশন বুথের মাধ্যমে কোভিড-১৯ এর নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ রেজিষ্ট্রেশন বুথে ডাঃ নাজমুস সালেহীন এর নেতৃত্বে অংশ গ্রহণ করেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মজিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর সজিম উদ্দিন, সহঃ স্বাস্থ্য পরিদর্শক রুপক দত্ত, স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম, সিএইচসিপি রুবেল মিয়া, সিএইচসিপি নাজমুল হক অপু।
এই কার্যক্রম কটিয়াদী উপজেলার ৯ টি ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটা বাজারে চলমান থাকবে।