নিজস্ব প্রতিবেদক: কটিয়াদী উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) সংগঠন ‘কটিয়াদী উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন’ এর দ্বি-বার্ষিক কাযর্করী পরিষদ নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কটিয়াদী উপজেলা হেলথ কমপ্লেক্সর সম্মেলন কক্ষে উপজেলার ৪০ টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের প্রত্যক্ষ ভোটে ৪০ ভোটের মধ্যে ২৪ ভোট পেয়ে সভাপতি পদে কাজী আনোয়ার হোসেন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মোছাঃ মিনা নির্বাচিত হয়েছেন।
সিএইচসিপির নব নির্বাচিত কমিটির সদস্যরা নবযোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীনকে ফুল দিয়ে বরণ করে নেন।