নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদরে হাবিবুর রহমান বর্ণালী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের কার্যালয়ে চড়িয়াকোনা মহল্লার পশ্চিম চড়িয়াকোনা আল আকসা জামে মসজিদ সংস্কার কাজের জন্য ঢেউ টিন বিতরণ করা হয়।
বুধবার (০৪ নভেম্বর) বিকাল ৪.৩০ ঘটিকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আঃ সাত্তারের হাতে ঢেউ টিন তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বর্ণালী ফাউন্ডেশনের পরিচালক মোজাম্মেল হক ও মাহবুবুর রহমান।
ঢেউটিন বিতরণের পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন আল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওমর ফারুক।