বর্ণালী প্রতিদিনডেস্কঃ কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আকতারুন নেছা ও পাকুন্দিয়া উপজেলার ইউএনও মো. নাহিদ হাসানকে একই সঙ্গে বদলি করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দুই ইউএনওকে বদলি করা হয়েছে।
উপসচিব আলিয়া মেহের সাক্ষরিত প্রজ্ঞাপনে কটিয়াদী উপজেলার ইউএনও মোছা. আকতারুন নেছাকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে ও পাকুন্দিয়া উপজেলার ইউএনও মো. নাহিদ হাসানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব এবং কাজ করার লক্ষ্যে পরিকল্পনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, পাকুন্দিয়া উপজেলার ইউএনও মো. নাহিদ হাসান ও কটিয়াদী উপজেলার ইউএনও মোছা. আকতারুন নেছা সম্পর্কে স্বামী-স্ত্রী।
মো. নাহিদ হাসান ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তা।
তাঁর স্ত্রী মোছা. আকতারুন নেছা ২০১৯ সালের ১৩ নভেম্বর কটিয়াদী উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। তিনিও বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তা।