মনিরুজ্জামান ভূইয়া: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান ২২ জানুয়ারি (সোমবার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি কটিয়াদী পৌরসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন- দ্বিতীয় মেয়াদে মেয়র মোঃ শওকত উসমান (শুক্কুর আলী), সংরক্ষিত আসন ১,২,৩নং ওয়ার্ডে চতুর্থ মেয়াদে মোছা: জাহানারা এমদাদ, ৪, ৫, ৬নং ওয়ার্ডে মোছা: রিনা আক্তার, ৭, ৮,৯ নং ওয়ার্ডে মোছা: বকুলা খাতুন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আরিফুল হাসান উজ্জ্বল, ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান বাচ্চু, ৩নং ওয়ার্ডে মো: মনিরুজ্জামান, ৪নং ওয়ার্ডে আবুল কাশেম রেনু, ৫নং ওয়ার্ডে জাকির হোসেন ভূঞা সুমন, ৬নং ওয়ার্ডে আশরাফুল হক দাদন, ৭নং ওয়ার্ডে দ্বিতীয় মেয়াদে মাহফুজুর রহমান মিঠু, ৮নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কাকন, ৯নং ওয়ার্ডে মো: আলী হোসেন।
নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন পরিচালক স্থানীয় সরকার (ঢাকা বিভাগ) ড. মো: আমিনুর রহমান।