বর্ণালী প্রতিদিন ডেস্ক: স্বাস্থ্যসেবা বিভাগের বর্তমান সচিব আবদুল মান্নানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব লোকমান হোসেন মিয়া। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সুরক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের (সচিব) দায়িত্বে আছেন। সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান শনিবার (৩ এপ্রিল) অবসরোত্তর ছুটিতে গেছেন।
আব্দুল মান্নান গত বছরের ৪ জুন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব নিয়োগ পান। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।