Home স্বাস্থ্য ও চিকিৎসা অক্সফোর্ডের ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত করেছে বাংলাদেশ

অক্সফোর্ডের ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত করেছে বাংলাদেশ

বর্ণালী প্রতিদিন ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত করেছে বাংলাদেশ। তারা বাণী দিয়েছিল প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়ে মারা যাবে। আগাম এবং কার্যকরী চিকিৎসা দেওয়ার ফলেই আক্রান্ত কম হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব আবদুল মান্নান এমন মন্তব্য করে বলেন, ‘এখনও করোনা হাসপাতালের ৭০ শতাংশ সিট খালি হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো বলেই জনগণের মনে সাহস মনোবল ফিরে এসেছে’।

সম্প্রতি সচিবালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে করোনা মোকাবিলায় স্বাস্থ্য সেবা বিভাগ গৃহীত কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনাবিষয়ক সভার আয়োজন করা হয়। তিনি বলেন, ‘সারাদেশ যখন লকডাউন অবস্থায় ছিল তখন একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে গেছেন। মন্ত্রণালয় প্রচুর কাজ করছে, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেছে। চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেজন্য ঘনবসতির দেশ হওয়া সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার কম এবং সুস্থতার হার বেশি।

স্বাস্থ্য সচিব বলেন, এত অর্জন সত্ত্বেও গণমাধ্যমগুলো অপপ্রচার চালিয়ে গেছে। অপপ্রচার হলে মনোবল ভেঙে যায়। কাজের স্পৃহা কমে যায় তবুও এ মন্ত্রণালয়ের সকলে মিলে এ যুদ্ধ চালিয়ে গেছে সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি করোনা মহামারি শুরু থেকে আজ পর্যন্ত স্বাস্থ্যসেবা দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, রিপোর্টটি মন্ত্রিপরিষদ বিভাগে যাবে তাতে যেন সেই সকল সম্মুখ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিষয়টি অন্তর্ভুক্ত হয়। এবং করোনা শুরুর এবং বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র ফুটে উঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকের শব্দে মুখরিত কটিয়াদী

নিজস্ব প্রতিবেদক: কটিয়াদী পুরাতন বাজারে দুর্গাপূজা উপলক্ষে বসেছে ঢাক ঢোলের হাট। জেলার ঐতিহ্যবাহী এই ঢাকের হাট বসবে বুধ ও বৃহস্পতিবার দিন পর্যন্ত। দেশের নানা প্রান্ত...

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বর্ণালী প্রতিদিন ডেস্ক: প্রাথমিক শিক্ষা অধিদফতরের ( ডিপিই) অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে সাড়ে ৩২ হাজার...

কিশোরগঞ্জে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানে’র মতবিনিময় সভা

বর্ণালী প্রতিদিনডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭ অক্টোবর (শনিবার) কিশোরগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন-প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য...

কটিয়াদীতে নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর(শনিবার) কটিয়াদী বাসস্ট্যান্ডে...

Recent Comments

error: